JLM Logo

Introduction

It’s a voluntary organization whose aims and objects are to built a good and healthy society, to care and share people’s misery, to provide an idea about how to built a pure and unblemished character, to develop a positive attitude to life, to develop a good and healthy relationship, to provide knowledge about basic human values such as Truth, Righteousness, Peace, Love & non violence. To help to achieve a divine life through Chanting & Prayer, Meditation, Breathing Control (Pranayam) & Exercise. To help to lead a Balanced Life in Adverse situations. To help to keep mind de-stressed. To develop rational and scientific enquiry etc.

Mission Updates

  • 2020

    Coronavirus Relief

  • 2020

    Value Education Programme

  • August 22/08/17

    Medical camp at Khanakul, Hooghly

  • December 17

    Free Medical Camp, Bishnupur, Bankura.

  • November 19/11/17

    Medical camp at Jharkhali, Sundarban.

  • December 12

    DLD Programme, Andul, Howrah.

AIMS & OBJECTIVES

  • To build a good and healthy society by expanding value education and by caring and sharing the people’s misery.
  • To work for moral upliftment of the students (especially teenage boys and girls) and other back ward poor boys and girls.
  • To provide knowledge about basic human value of life (Such as truth, Righteousness, peace, love and non-violence), i.e. to provide value education.

Amrita Bani

  • সদ্‌গুরুর আশ্রয় নেওয়া কেন? তোমাদের অসৎগুণকে নষ্ট করে ঈশ্বর আনন্দ লাভ করার জন্য এবং তাহলে অপরকেও তা দান করতে পারবে।
  • তুমি আজ পর্যন্ত কাকে তোমার প্রকৃত খাদহীন আপন জন বলে মনে কর? টাকা, পুত্র, সম্পত্তি বা সম্মান কাকে আপনরূপে ভেবে রেখেছো বিচার করে বলো।
  •   ভগবান শিব হলেন ত্যাগী। তাই জগতের কল্যানের তিনি বিষপান করেছেন। সেইরূপে তোমরা ত্যাগী হলে সৎসারকে ভালবাসতে পারবে এবং সংসারকে মধুময় বলে অনুভব করতে পারবে।
  • তোমরা যদি তোমাদের অহংকার হিংসা, লোভকে ভালোবাস এবং এদের নিয়ে সংসারে থাকো তবে সেই সংসারের পরিণাম ভয়ঙ্কর ও ভয়াবহ হবে।  
  • সংসার হলো একটা লোহার টুপি। তা মাথায় পড়লে তোমাকে ক্ষত-বিক্ষত করে দেবে।আর এটাকে ঈশ্বরের সংসারে পরিণত করতে পারলে এই টুপিই ফুলের টোপড়ে পরিণত হবে এবং তা তোমাকে আনন্দ দান করবে।
  • লোহা যত বড়ই হোক না কেন যদি আগুনে দেওয়া হয় তবে আগুন তাকে গলিয়ে দেবে। সেইরূপে তোমার মধ্যে যতই বদগুন ও কুবৃত্তি থাকুক না কেন যখনই তুমি জ্ঞানের মধ্যে আসবে তখনই সকল দোষ থেকে তুমি মুক্ত হয়ে যাবে।
  • মনটা যদি তোমার তাহলে তোমর কথা অনুযায়ী চলে না কেন ?
  • ঘোড়ায় চাপতে মজা আছে, যদি ঘোড়ায় চাপা ও ঘোড়াকে চালনা করার কৌশলটা জানা থাকে। সেরূপ সংসারে থেকেও সব পাওয়া যায় কেবল তার উপায়টা জেনে নাও।
  • কর্ম, চিন্তা, যোগ যদি ঠিক না হয় তাহলে তুমি তোমার প্রকৃত অবস্থায় পৌঁছাতে পারবে না, তোমার আসল ভবিষৎ গড়তে পারবে না ।
  • টাকা-পয়সা না থাকলে যেমন বাজার ঘুরেই আসতে হয় কোন কিছু কেনা যায় না সেই প্রকারে ধৈর্য্য না থাকলে অধ্যাত্মপথেও কিছু পাওয়া যায় না ।
  • মানব শরীরটি হল একটা ফ্যাক্টরী। একে নিয়ম নিষ্ঠায় যদি চালাতে পারো, মন-বুদ্ধিকে যদি সংযত করতে পারো তাহলে তোমাদের মনের উন্নতি হতে পারে।
  • দেহে প্রতিষ্ঠা থাকলে কি করে ঈশ্বর আনন্দ পাবে? ফুটো পাত্রে কি জল থাকে? তাই দেহজ্ঞান থাকলে ঈশ্বর আনন্দ পাবে না ।
  • সকলের মঙ্গল প্রার্থনা করবে। ভাববে সকলে ভালো থাকুক, আনন্দে থাকুক, নীরোগ থাকুক, সকলে শান্তিতে থাকুক, কেউ যেন দুঃখ না পায়। এইভাবে সকলের মঙ্গল চিন্তায় তোমারই মঙ্গল হবে।
  • মানুষ আস্তে আস্তে খারাপ হয় আবার চেষ্টা করে ভালোও হতে পারে। সংসারের মধ্যে থেকেই ঈশ্বর লাভ করা যায় যদি আমিত্ব হারিয়ে সবই তার বলে মেনে নেওয়া যায়।
  • মনের ধর্ম হলো এই দেহের মধ্যে থেকে সুখ-দুঃখ, পাপ-পুণ্য,খারাপ-ভালো, জ্বালা-যন্ত্রণা ভোগ করা। এই সকল বিষয়ে যার সমজ্ঞান এসে গেছে সেই সুখী।
  • সংযম,ধৈর্য্য সাধনা করে আনতে হয়। নিজেকে জানাই হল সাধনা। নিজেকে জানলেই আত্মতত্ত্ব অধিগত হলো। তখন ‘সো-অহং’ এর বোধ এলো অর্থাৎ ঈশ্বকে লাভ হল এবং ব্রহ্ম-আত্মা-ভগবানকে বোঝা গেল।
  • তোমার হৃদয়ে শ্রীগুরু আছেন আই চিন্তা কর। গুরুর আজ্ঞাধীনে থাকলে এবং গুরুর বাণী গ্রহণ করলে তোমরা সকল রিপু-ইন্দ্রিয় সংযত হবে।
  • মায়া তোমাকে কী কষ্ট দেবে? কী দুঃখ দেবে? তুমি দুঃখকে বরণ করে নাও। ভগবানই তোমাকে রক্ষা করবেন। কেবল বিশ্বাসটা রাখো।
  • তোমাদের জীবন হলো জলের মধ্যে ছোট বড় বুদ্‌বুদের মতো। কখন যে ফেটে যাবে তা সে নিজেই জানে না।
  • অহঙ্কার ত্যাগ করে যদি ঈশ্বরের দাস হয়ে যাও তবেই সুখ-আনন্দ পেতে পারো।

Event Schedule

  • 15
    November
    Brain & Mind Power Development Seminar This programme is conducted by trained teachers with the Teenge value education program-(T.V.E.P). It is a work shop training programme with some eye -opening scientific facts and astonishing practical.  
  • 8
    September
    T.V.E.P(Teenage Value Education Programme) In this programme we emphasize on the practice and reflection of basic human values i.e. truth, righteousness, peace, love and non-violence etc
  • 18
    September
    Brain & Mind Power Development Seminar This programme is conducted by trained teachers with the Teenge value education program-(T.V.E.P). It is a work shop training programme with some eye -opening scientific facts and astonishing practical..
  • 3
    December
    C.V.E.P.( Children Value Education Programme ) In this programme children are taught about how to maintain formalities, how to behave with friends, seniors as well as with juniors and how to show respect to parents and seniors, what to do and what to refrain from etc. Children are taught also valuable lessons on morality where they learn how to share everything with otherss 

Life of Jnaneswar

Guru

His incarnation was in a very poor family at the village of Duillya (Nimtala), Howrah, West Bengal on 16.02.1931. He didn't get literary education for financial hardship. In his boyhood he often absorbed in meditation and would frequently feel experience of SAMADHI. He reveals the divinity which exists in every being, through the light of true knowledge and at the same time he removed the darkness of illusion. On the other hand he was moved observing distress and poverty of the local people and so he introduced some Self Help Groups.

    Our Future Initiatives:

Jlsm

To provide students counseling for best study (Through Workshop training)

Jlsm

To make people practice meditation to develop their inner-strength

Jlsm

To develop positive attitude to life



Better living for General Inmates and Aged Persons

To grow the concept of leadership in order to perform self-less action in the society

To develop rational and scientific enquiry